জাতীয় অ্যাথলেটিক্সে ইবির ৩ শিক্ষার্থীর স্বর্ণপদক জয়

প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২০

জাতীয় অ্যাথলেটিক্সে ইবির ৩ শিক্ষার্থীর স্বর্ণপদক জয়

ফারহানা নওশিন তিতলী, ইবি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৩ শিক্ষার্থী মুজিববর্ষ উপলক্ষে ৪৩ তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় স্বর্ণপদক জয় করেছে। রৌপ্য পদক পেয়েছে একজন। স্বর্ণ ও রৌপ্য পদক জয়ী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৪ শিক্ষার্থীরা হলেন, তামান্না আক্তার, ১০০ মিটার হার্ডেলস ইভেন্টে স্বর্ণপদক। রিংকি খাতুন, লংজাম্প ইভেন্টে স্বর্ণপদক। জাফরিন আক্তার, ডিসকাস থ্রো ইভেন্টে স্বর্ণ পদক ও প্লাবনী হক, হাইজাম্প ইভেন্টে রৌপ্য পদক। বিষয়টি নিশ্চিত করেছেন শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক আসাদুর রহমান। জানা যায়, গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে বিভিন্ন ইভেন্টে এ প্রতিযোগিতা শুরু হয়। খেলার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পৃষ্ঠপোষকতায় চট্টগ্রাম ক্রীড়া সংস্থার আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শনিবার প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে প্রতিযোগিতা শেষ হয়। এ প্রতিযোগিতায় ৬৪টি জেলা, ৮টি বিভাগ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, শিক্ষাবোর্ড, বিকেএসপি, অধিভুক্ত সামরিক ও বেসামরিক বাহিনী এবং বিভিন্ন ইন্সটিটিউটের ৫ শতাধিক পুরুষ ও মহিলা অ্যাথলেট অংশগ্রহণ করেন। শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক আসাদুর রহমান বলেন, আমাদের শিক্ষার্থীরা দেশ-বিদেশের বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্য অর্জন করছে। এটি বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করছে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest