ঢাকা ২৪ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৪
সাগর হোসাইন, বদলগাঁছী, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছী উপজেলার গোবরচাঁপা কাজীর মোড় নামক এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ১।
প্রত্যক্ষদর্শী এবং স্থানীয়রা জানান,আজ মঙ্গলবার দুপুর ১ ঘটিকায় বদলগাছী টু পাহাড়পুর গামী গোবরচাঁপা কাজিরমোড় গ্রামীণ ব্যাংকের সামনের পাঁকা রাস্তার উপর দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক জয়পুরহাট জেলার আখড়া গ্রামের মোঃ দবির হোসেনের ছেলে মোঃ আনোয়ার হোসেন (৪০), ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। অপর মোটরসাইকেল চালক কে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে চিকিৎসার জন্য নওগাঁ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে বদলগাছীর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। দুর্ঘটনায় মোটরসাইকেলের ১জন আরোহী নিহত হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST