ঢাকা ৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২০
মোঃ হাসিম উদ্দিন আঞ্চলিক প্রতিনিধি ঃ দিনাজপুরের বিরামপুরে কলেজ শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার দায়ে আজ মঙ্গলবার সঞ্জিত পাহান (২২) নামের এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সঞ্জিত পাহান উপজেলার খাঁনপুর ইউনিয়নের রতনপুর হিন্দুপাড়ার নাথে পাহানের ছেলে। বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান মনির বিষয়টি নিশ্চিত করে জানান, ২১ জানুয়ারি, মঙ্গলবার সকালে খাঁনপুর ইউনিয়নের দুই আদিবাসী কলেজ শিক্ষার্থী বিরামপুর মহিলা কলেজে আসার পথে আদিবাসী এক যুবক তাদের পথ রোধ করে উত্ত্যক্ত করে। এসময় তারা স্থানীয়দের সহযোগিতায় সঞ্জিতকে আটক করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে যায়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান ও তিনি সেখানে গিয়ে উপস্থিত হন। সেখানেই শিক্ষার্থীদের অভিযোগের শুনানীর প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুর রহমান অভিযুক্ত সঞ্জিত পাহানকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে পুলিশ তাকে দিনাজপুর জেলহাজতে প্রেরণ করে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST