পটুয়াখালী জেলা পরিষদের পক্ষ হতে কলাপাড়ায় চেক প্রদান।

প্রকাশিত: ১১:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২০

পটুয়াখালী জেলা পরিষদের পক্ষ হতে কলাপাড়ায় চেক প্রদান।

মো. ওমর ফারুক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় মাদ্রাসার উন্নয়নমুলক কাজের জন্য পটুয়াখালী জেলা পরিষদের পক্ষ হতে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় কলাপাড়া চৌরাস্তা সংলগ্নে অবস্থিত মদিনা-তুল-উলম মাদ্রাসায় এ চেক প্রদান করা হয়। মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন মধু’র হাতে চেক তুলে দেন পটুয়াখালী জেলা পরিষদের সদস্য মো. ফিরোজ সিকদার। এসময় মাদ্রারাসার শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্য ও ছাত্র-অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
এবিষয়ে পটুয়াখালী জেলা পরিষদের সদস্য মো. ফিরোজ সিকদার বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকার গঠনের পর হতে জেলা পরিষদকে শক্তিশালী করে তুলেছে। তারই ধারাবাহিকতায় আমরা উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের অনুদান দিচ্ছি। জেলা পরিষদের এ অর্থ দিয়ে মাদ্রাসার উন্নয়নের কাজ এগিয়ে যাবে বলে তিনি আশা করেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest