শিক্ষার্থীদের গাইড কিনতে বাধ্য করা শাস্তিযোগ্য অপরাধঃ

প্রকাশিত: ৯:১২ পূর্বাহ্ণ, জানুয়ারি ২২, ২০২০

শিক্ষার্থীদের গাইড কিনতে বাধ্য করা শাস্তিযোগ্য অপরাধঃ

মোহাম্মদ মাহমুদুল হাসান, ঢাকাঃ অতিরিক্ত বই বা নোট-গাইড কিনতে শিক্ষার্থীদের বাধ্য করা বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। সেইসঙ্গে কারিকুলামের বাইরে বই বা নোট কিনতে ও পড়তে শিক্ষার্থীদের বাধ্য করা শাস্তিযোগ্য অপরাধ বলেও জানিয়েছে অধিদপ্তর। দেশজুড়ে নোট-গাইড সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে জেলা-উপজেলা শিক্ষা কর্মকর্তাদের এ নির্দেশনা দেওয়া হয়। সোমবার (২০ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত লিখিত নির্দেশনা আঞ্চলিক পরিচালক এবং সব জেলা-উপজেলা ও থানা শিক্ষা কর্মকর্তাদের পাঠানো হয়েছে। শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. মো. গোলাম ফারুক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নির্দিষ্ট কারিকুলামের বাইরে শিক্ষার্থীদের অতিরিক্ত বই বা নোট বই পড়তে বা কিনতে বাধ্য করার অভিযোগ পাওয়া গেছে। যা বিধি পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest