উত্তম চক্রবর্তী,মণিরামপুর(যশোর)৷৷ যশোরের রাজগঞ্জে দুঃসাহসি চুরি সংঘটিত হয়েছে। চোরেরা নগদ টাকা মোটর সাইকেল স্বর্ণালংকারসহ প্রায় ৩লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। জানা যায়, মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকার রামপুর গ্রামে আক্কাজ গাজীর ছেলে আব্দুস সালামের বাড়িতে সোমবার গভীর রাতে সংঘবদ্ধ চোরচক্র বাড়ির মেইন গেট ও ঘরের দরজার তালা ভেঙ্গে ভিতরে ঢুকে আলমারি ভেঙ্গে নগদ ৫ হাজার টাকা, চেইন-১টি, আংটি-৩টি, নাকের দুল ৩ জোড়া, নেক লেজ-১টি, বালা-১ জোড়া ও ১টি প্লাটিনা মোটরসাইকেল চুরি করে নিয়ে গেছে। বাড়ির মালিক আব্দুস সালাম জানান- আমরা বাড়িতে কেউ না থাকায় চোরেরা নিবিঘ্নে চুরি করে নিয়ে গেছে। তিনি আরো জানান- চুরির ঘটনা রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রকে অবহিত করলে সরেজমিনে আসেন এবং আমাকে নিয়ে মনিরামপুর থানায় নিয়ে যান। চুরির ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর তারিকুল ইসলাম জানান- চুরির সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বাড়ির মালিক অভিযোগ দায়ের করেছে। চোরদের সনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।