ঢাকা ১১ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৪
সাংবাদিক ও ডিজিটাল ক্রিয়েটর শিউলী রোজা সম্প্রতি উইমেন এমপাওয়ারমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। ২৭ সেপ্টেম্বর কক্সবাজারে আন্তর্জাতিক পর্যটন দিবস উপলক্ষ্যে “পর্যটনের উন্নয়নে করণীয়” শীর্ষক একটি অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়, যা আয়োজন করেছিল সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশিপ।
শিউলী রোজা এর আগেও নারী ও শিশুদের নিয়ে প্রতিবেদন করায় বেশ কয়েকবার পুরস্কৃত হয়েছেন।
সাংবাদিকতার ছয় বছরের ক্যারিয়ারে তিনি ইতোমধ্যে বেশ সুনাম অর্জন করেছেন।
পুরস্কার গ্রহণের সময় তিনি বলেন, “নারী ও শিশুরা এখনও অনেক ক্ষেত্রে সমাজে অবহেলিত। তাদের নিয়ে কাজ করতে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি।”
পর্যটনে নারীর সম্পৃক্ততা বাড়ানোর তাগিদ দিয়ে শিউলী রোজা বলেন, ২০২৩ এর তথ্যমতে বাংলাদেশের পর্যটনে নারীর অংশগ্রহণ মাত্র ১৪.০৬ শতাংশ। এই সংখ্যা বৃদ্ধি করতে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদেরও এগিয়ে আসার আহ্বান জানান।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST