মোঃ মাঈনুল ইসলামঃ
মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধি।
পটুয়াখালীর মির্জাগঞ্জে ধানক্ষেত থেকে গঞ্জেআলী (৬৫) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার আমড়াগাছি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড এলাকার ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার বাড়ি উপজেলার ছৈলাবুনিয়া গ্রামে ও মৃত- মোক্তার আলীর পুত্র সে।
গঞ্জেআলী ডোবা-পুকুর থোকে শাক-সবজি ও মাঠ থেকে শাপলা তুলে বাজারে বিক্রি করতেন বলে জানা গেছে। তার শরীর ফুলে গেছে ও এক দিন আগে সে নিখোঁজ হয় বলে পুলিশ জানিয়েছেন। তবে মৃত্যুর কারন জানা যায়নি।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামিম আহমেদ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গঞ্জেআলী মানসিক ভারসাম্যহীন ছিলেন ও তার পরিবারেরও আরো সদস্য রয়েছে। পরিবারের লোকজন এসেছেন তাদের সাথে কথা বলছি।
ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে এবং পরে তদন্ত অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
শেয়ার : ৮৭