ঢাকা ২১ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৪
বিশেষ প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত ও নিজের নাম সংযুক্ত করে সেমিনার লাইব্রেরির নামফলক বসিয়েছেন পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান ডিন অধ্যাপক ড. মোঃ নুরুল আমিন।
একাধিক সূত্রে জানায় ২০১০ সালের ৮ ডিসেম্বর তৎকালীন ভিসি প্রফেসর ড. সৈয়দ সাখাওয়াত হোসেন উদ্ভোদন করলেও ২০২০ – ২০২৪ মেয়াদের প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্তের অনুসারী হওয়ায় ভিসি ও নিজ নামে পুনরায় অনুষদের নীচতলায় সেমিনার রুমে উদ্বোধনী ফলক বসান বিতর্কিত ডিন নুরুন আমিন। চঞ্চল্যকর এ তথ্য নিয়ে শিক্ষক -শিক্ষার্থীদের মধ্যে সমালোচনার সৃষ্টি হয়েছে।
এবিষয়ে সাবেক ভিসি স্বদেশ চন্দ্র সামন্তকে জিজ্ঞাসা করা হলে এটি তার সময়ে উদ্বোধন করা হয় নি বলে নিশ্চিত করেন। কেন তার নাম দেয়া হয়েছে ফলকে তা তিনি জানেন না।
অনুষদের সাবেক দুই ডিন অধ্যাপক ড. আহমেদ পারভেজ ও ড. আব্দুল আহাদ বিশ্বাস বলেন তাদের আমলে সেমিনারে কোনো লাইব্রেরি উদ্ভোদন করা হয় নি। তারা এ বিষয় কিছু জানেন না।
সামগ্রিক বিষয়ে বর্তমান ভিসি অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম অবগত নন বলে বিষ্ময় প্রকাশ করে বলেন, তদন্ত করে খতিয়ে দেখা হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST