ঢাকা ৫ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২৪
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার সন্জিত মন্ডলের বিরুদ্ধে রোগির কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) আনুঃ রাত ৭টার দিকে উপজেলার কাঠিপাড়া গ্রামের খান বাড়ির মো. আনোয়ার হোসেন খান নামে জনৈক ব্যক্তি তার ৫ বছরের ছেলেকে নিয়ে মুসলমানি করানোর জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আসেন। তখন জরুরী বিভাগে দায়িত্বরত সন্জিত মন্ডল (স্যাকমো) এর সাথে আনোয়ার হোসেন তার ছেলেকে মুসলমানি করানোর জন্য আলোচনা করলে তিনি ২ ০০০ টাকা দাবি করেন। আনোয়ার হোসেন গরিব মানুষ অনেক আগে একটি মুদি দোকান চালাতেন, সংসার চালাতে গিয়ে দোকানের পুঁজি শেষ হয়ে যাওয়ায় বর্তমানে তিনি বেকার ও চরম অসহায় এভাবেই দায়িত্বরত চিকিৎসক সন্জিত মন্ডলের কাছে বলেন কিন্তু এ কথায় তিনি সন্জিত মন্ডলের মন জয় করতে পারেন নাই। সন্জিত মন্ডল ২০০০ টাকা থেকে ১৭০০, ১৫০০ সর্বশেষ ১২০০ টাকা না দিলে কোন ভাবেই মুসলমানি করবেন না। অসহায় বৃদ্ধ ১২০০ টাকাই রাজি হলেন তার ছেলের মুসলমানি করানোর জন্য। ব্যবস্থাপত্র নিয়ে ফার্মেসিতে এসে ঔষধের দাম জিজ্ঞেস করেন, দাম শুনে আকাশে চোখ উঠে এত টাকা কোথায় পাবো ? সরকারি হাসপাতালের এ জুলুম সে যেন কোনভাবেই মানতে রাজি না, তিনি এ জুলুমের প্রতিকার চান। সন্জিত মন্ডলের মুঠো ফোনে একাধিকবার ফোন দিলেও কোন সারা মেলেনি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শিউলী পারভিনকে মুঠো যোগাযোগ করা হলে তিনিও ফোন রিসিভ করেননি।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST