নলছিটির ভৈরবপাশা ইউনিয়ন পরিষদে শীতবস্ত্র টিসিবির স্মার্ট কার্ড বিতরন ও তারুণ্যের উৎসব উপলক্ষে কর্মশালা

প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৫

নলছিটির ভৈরবপাশা ইউনিয়ন পরিষদে শীতবস্ত্র টিসিবির স্মার্ট কার্ড বিতরন ও তারুণ্যের উৎসব উপলক্ষে কর্মশালা

ঝালকাঠি প্রতিনিধি : মোঃ নাঈম মল্লিক

ঝালকাঠির নলছিটি উপজেলার ০১ নং ভৈরবপাশা ইউনিয়ন পরিষদে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ১২ জানুয়ারি রবিবার সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে কর্মশালা,চিত্রাঙ্কন,কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এতে ইউনিয়নের প্রেমহার মাধ্যমিক বিদ্যালয়,ষাটপাকিয়া মাধ্যমিক বিদ্যালয় এবং ইউনিয়নের একটি মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এসময় তারা নতুন দেশ গড়তে তরুনদের ভাবনা বিষয়ক কর্মশালায় নিজেদের নানান ভাবনা তুলে ধতে।

এছাড়াও জুলাই গনহত্যা এবং গন অভ্যূত্থানের বিভিন্ন প্রেক্ষাপটের চিত্রাঙ্কন করেন এবং একটি কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।প্রতিযোগীদের মধ্যে পাচটি গ্রুপে ভাগ করে আলোচনা ও প্রতিযোগিতার আয়োজন করা হয়।এবং প্রতিযোগিতায় প্রতিটি ইভেন্টে একএকটি গ্রুপকে পুরস্কার প্রদান করা হয়।
ভৈরবপাশা ইউনিয়নে নিযুক্ত প্রশাসক ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনাব ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো নজরুল ইসলাম।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় শিক্ষক,রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পুরস্কার বিতরণ শেষে ইউনিয়নের দরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ ও স্মার্ট টিসিবি কার্ড বিতরন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো নজরুল ইসলাম।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest