নলছিটিতে মৎস্য দপ্তরের অভিযানে অবৈধ জাল জব্দ

প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৫

নলছিটিতে মৎস্য দপ্তরের অভিযানে অবৈধ জাল জব্দ

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটিতে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরে অভিযানে অবৈধ চট জাল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার( ১৪ জানুয়ারি) সকালে উপজেলার সুগন্ধা নদী সংলগ্ন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এ জাল জব্দ করা হয়।

মৎস্য দপ্তর সূত্র জানা গেছে, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ বেহুন্দী জাল,কারেন্ট জাল,মশারী জাল,চটজাল,পাই জাল,টং জালসহ নিষিদ্ধ বিভিন্ন জালের ব্যবহার বন্ধে বিশেষ কম্বিং অপারেশন বাস্তবায়ন উপলক্ষে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

নলছিটি উপজেলা মৎস্য কর্মকর্তা রমনি কুমার মিস্ত্রি জানান, বিশেষ অভিযানে এসব নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে। অভিযান চলমান থাকবে বলে তিনি জানিয়েছেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest