ঢাকা ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৫
ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক
ঝালকাঠি ২ আসনের সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো। ২৩ জানুয়ারি সকাল ১০ টা থেকে তার নির্বাচনী এলাকা নলছিটি উপজেলার বিভিন্ন বাজার ও স্কুল,কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরন করেন।
বৃহস্পতিবার সকালে কুলকাঠি বাজার ও প্রাথমিক বিদ্যালয়ে জনসংযোগ করেন সাবেক এই সংসদ। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর উপজেলার আখরপাড়া, ভারানীবাজার, হদুয়া, তেতুলবাড়িয়া বাজার ও মাধ্যমিক বিদ্যালয়ে ৩১ দফার আলোকে পথসভা করেন। শিক্ষার্থীরা তার আগমনে আবেগ আপ্লূত হয়ে বিভিন্ন গান পরিবেশন করে তার সাথে আনন্দ বিনিময় করেন। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তব্য রাখেন জনাবা ইসরাত সুলতানা ইলেন ভূট্টো, মোল্লারহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সভাপতি মোঃ আঃ ছালাম হাওলাদার প্রমুখ।
এসময় বক্তব্যে ইলেন ভূট্টো বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা জনসাধারণের কাছে পৌঁছে দিতে এবং আগামীকালকের নলছিটির জনসভা সফল করতে আমরা জনসংযোগ করছি। তিনি আরও বলেন বিএনপির আশ্রয়স্থল জনগন তাই আমরা জনগনের কাছেই থেকেছি থাকতে চাই। আগামী নির্বাচন হবে অবাধ সুষ্ঠ নিরপেক্ষ তাই সরাসরি জনগন ভোট দিতে পারবেন ফিরে পাবেন তাদের হারানো অধিকার। ফ্যাসিস্ট হাসিনা সরকার দক্ষিনাঞ্চলে কোনো উন্নয়ন করেনি করেছে শুধু লুটপাট এজন্যই এদেরকে জনগন ঘৃনাভরে প্রত্যাখান করেছেন। এসময় তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আমরা এমন কোনো কাজ করবো না যাতে জনগন আমাদের প্রত্যাখান করে। সবাই ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত না করে ঘড়ে ফিরবো না ইনশাআল্লাহ।
এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা জাকির হোসেন খান, মোঃ শহিদুল ইসলাম,
মোল্লারহাট ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ জাকির হোসেন বাচ্চু, সুবিদপুর ইউনিয়ন বিএনপি নেতা মোঃ নিজাম উদ্দিন খান, যুবদল নেতা মোঃ ফাহিদুজ্জামান সোহাগ মুন্সী, জসিম খান, জেড এ ভূট্টো ডিগ্রি কলেজের সদস্য সচিব নাসরুর হাওলাদার হৃদয়, যুগ্ম-আহবায়ক মোঃ জসিম মোল্লা প্রমুখ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST