নাসিম আকনের দলীয় পদ ফিরিয়ে দেওয়ার দাবিতে নলছিটিতে মিছিল

প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৫

নাসিম আকনের দলীয় পদ ফিরিয়ে দেওয়ার দাবিতে নলছিটিতে মিছিল

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালোকাঠির রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম আকনের দলীয় পদ ফিরিয়ে দেওয়ার দাবিতে নলছিটিতে মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। সোমবার সন্ধ্যায় বাদুরতলা সড়কের দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের করা হয়। মিছিলে স্বেচ্ছাসেবক দলের পাশাপাশি ছাত্রদল, যুবদল ও শ্রমিক দলের নেতাকর্মীরা অংশ নেয়। মিছিটি শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউল কবির মিঠু ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সাইদুল কবির রানা।
মিছিল ও পথসভা থেকে নাসিম আকনের দলীয় পদ ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়। অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest