ঢাকা ২২ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৫
ঝালকাঠি প্রতিনিধি: মোঃ নাঈম মল্লিক
নলছিটি উপজেলা অডিটোরিয়ামে আজ ৫ ফেব্রুয়ারি “Mass Empowerment Program (MEP)” অরিয়েন্টেশন ও লিডারশিপ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। তরুণদের নেতৃত্ব বিকাশ এবং স্থানীয় সামাজিক সমস্যার সমাধানে দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে এই কর্মশালাটি আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি কর্মশালার সার্বিক আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং তরুণদের নেতৃত্ব বিকাশে এমন উদ্যোগকে সময়োপযোগী বলে মন্তব্য করেন।
কর্মশালার বিভিন্ন সেশন পরিচালনা করেন তরুণ একটিভিস্ট প্রশিক্ষকগণ। ওরিয়েন্টেশন সেশন পরিচালনা করেন মোঃ খালেদ সাইফুল্লাহ, স্থানীয় সরকার ও সেবা বিষয়ক সেশন পরিচালনা করেন মেহেরাব হোসেন রিফাত এবং কমিউনিটি নেতৃত্ব ও সমস্যা চিহ্নিতকরণ বিষয়ক সেশন পরিচালনা করেন আরিফুল ইসলাম আকাশ।
কর্মশালায় তরুণরা দলবদ্ধ কাজ, সমস্যা চিহ্নিতকরণ, কর্মপরিকল্পনা এবং কমিউনিটি নেতৃত্বের নানা দিক নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন। কর্মশালায় এ প্রোগ্রামে গবেষণার প্রশ্ন পত্র ও জনমত সংগ্রহ বিষয় রিসোর্স দেওয়া হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ লিমন হোসেন, ফাইয়াজ হোসেন, মোহাম্মদ আহাদ, মোসাঃ লিমা আক্তারসহ স্থানীয় সংগঠনের নেতৃবৃন্দ।
এই কর্মশালাটি তরুণ সমাজকে দক্ষ নেতৃত্বের পথে এগিয়ে নিতে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। আয়োজকরা জানান, এ প্রোগ্রামটি ছয়মাস মেয়াদি, যেখানে তরুণরা স্থানীয় ইউনিয়ন পর্যায়ে টিম গঠন করে স্থানীয় সমস্যা চিহ্নিত করতে গবেষণা কাজ, ভলান্টিয়ারদের মাধ্যমে সল্পমেয়াদী সমস্যার সমাধান এবং দীর্ঘ মেয়াদি সমস্যা সমাধানের জন্য পলিসি ডায়ালগ ও এডভোকেসির উদ্যোগ নেওয়া হবে, যা স্থানীয় উন্নয়ন এবং সমস্যার সমাধানে তরুণদের কার্যকর ভূমিকা রাখতে বলে আশাবাদী।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST