ঢাকা ২২ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক
ঝালকাঠির নলছিটিতে বিএনপির অফিস ভাংচুর মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ছালামকে গ্রেফতার পুলিশ।
শুক্রবার( ১৪ ফেব্রুয়ারী) রাতে তার নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে নলছিটি থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো. আব্দুস ছালাম।
গ্রেফতারকৃত মাসুদুর রহমান ছালাম ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া তিনি নলছিটি উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো. আব্দুস ছালাম জানান, গত শুক্রবার রাতে স্থানীয় জনতা তাকে ধৃত করে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। তাকে উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের ( ২০২২ সালের) বিএনপির অফিস ভাংচুর মামলায় গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST