ঢাকা ২৪ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২০
মোঃ হাসিম উদ্দিন আঞ্চলিক প্রতিনিধি ঃ দিনাজপুরের বিরামপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে আহত যুবক শরিফুল ইসলাম শাবু (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। হামসাফার মৃত্যু মিছিল একের পর এক ঝরছে প্রান। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে রংপুর মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত শরিফুল বিরামপুর পৌরশহরের প্রফেসার পাড়া এলাকার মতিয়ার রহমানের ছেলে। নিহতের পরিবার বিষয়টি আলোকিত সময় ডটকম কে নিশ্চিত করেছেন। শরিফুলের পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার পারিবারিক কাজের জন্য উপজেলার জোঁতবাণী ইউনিয়নের শিবপুর বাজারে যাচ্ছিল শরিফুল। পথে কেটরা বাজারের দক্ষিণ পাশে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে সে পায়ে ও মাথায় আঘাত পায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যালে নিয়ে যায়। সেখানে দুদিন চিকিৎসার পর বৃহস্পতিবার দুপুরে সে মৃত্যু বরণ করে। বিরামপুর থানার ওসি মো. মনিরুজ্জামান মনির ঘটনার সত্যতা নিশ্চিত করেন । মোঃ হাসিম উদ্দিন প্রতিনিধি দিনাজপুর
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST