আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নলছিটি প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৫

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নলছিটি প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

নলছিটি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

নলছিটি প্রেসক্লাব মহান ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে গভীর শ্রদ্ধার সঙ্গে ভাষা শহীদদের স্মরণ করেছে। দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নলছিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কেএম সবুজ (এনটিভি ও কালের কণ্ঠ), সহ-সাধারণ সম্পাদক কায়কোবাদ তুফান (মানবজমিন), অর্থ সম্পাদক শরিফুল ইসলাম পলাশ (এনটিভি ও ইত্তেফাক), নির্বাহী সদস্য আব্দুল কুদ্দুস তালুকদার (সময়ের বার্তা),নির্বাহী সদস্য মোঃশাহাদাত হোসেন মনু (ফিন্যান্সিয়াল পোস্ট ও আমাদের কণ্ঠ) নির্বাহী সদস্য মো. মোস্তাফিজুর রহমান রিপন (যায়যায়দিন), মোঃ আকতার হোসেন (আমাদের বার্তা) মো. মাহবুব হোসেন (নাগরিক ভাবনা) ও মো. সোহেল রানা (বরিশাল প্রতিদিন) প্রমুখ।

নেতৃবৃন্দ ও উপস্থিত সদস্যরা ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁদের আত্মত্যাগের চেতনা হৃদয়ে ধারণ করে বাংলা ভাষার মর্যাদা অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

নলছিটি প্রেসক্লাবের পক্ষ থেকে সকলকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest