নলছিটিতে মাহে রমজান উপলক্ষে ওলামা-মাশায়েখ ঐক্যফ্রন্টের স্বাগত র‍্যালি অনুষ্ঠিত

প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৫

নলছিটিতে মাহে রমজান উপলক্ষে ওলামা-মাশায়েখ ঐক্যফ্রন্টের স্বাগত র‍্যালি অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

“আহলান সাহলান মাহে রমাদান” পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে সুবিদপুরের তালতলা বাজারে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১০টায় সুবিদপুর ইউনিয়ন ওলামা-মাশায়েখ ঐক্যফ্রন্টের আয়োজনে এ র‌্যালি অনুষ্ঠিত হয়।

র‌্যালিটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তালতলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এসে সংক্ষিপ্ত সভার মাধ্যমে শেষ হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওলামা-মাশায়েখ ঐক্যফ্রন্টের সভাপতি ও অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা গোলাম মাওলা। সাধারণ সম্পাদক ও তালতলা মহিলা আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা এমদাদুল হক, সহ-সভাপতি ও কামদেপুর আলিম মাদ্রাসার সহকারী সুপার মাওলানা আব্দুল ওয়াদুদ, ইসলামিয়া ইসাহাকিয়া কওমি মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুল করীম, জেড. এ. ভুট্টো ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক ও জামায়াতে ইসলামীর ইউনিয়ন সভাপতি মো. মনিরুজ্জামান, তালতলা বাহাদুরপুর ইসলামী কমপ্লেক্সের শিক্ষক মাওলানা মনিরুজ্জামান হাসানসহ বিভিন্ন মাদ্রাসা ও ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র এবং স্থানীয় ব্যক্তিবর্গ র‌্যালিতে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, “রমজানের পবিত্রতা রক্ষা করুন, দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখুন” এই স্লোগানকে সামনে রেখে সকলকে রমজানের পবিত্রতা বজায় রাখার আহ্বান জানান। তারা বলেন, রমজানের পবিত্রতা অক্ষুণ্ণ রাখতে দিনের বেলা হোটেল-রেস্তোরাঁসহ সব ধরনের খাবারের দোকান বন্ধ রাখা উচিত।

র‌্যালির অংশ হিসেবে স্থানীয় দোকান ও বাজারের ব্যবসায়ীদের মাঝে রমজানের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। বক্তারা রোজার গুরুত্ব, সংযমের শিক্ষা ও ধর্মীয় বিধান মেনে চলার আহ্বান জানান।

এসময় স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানরা এই র‌্যালিতে অংশগ্রহণ করেন।

ক্যাপশন: নলছিটির সুবিদপুর ওলামা-মাশায়েখ ঐক্যফ্রন্টের আয়োজনে মাহে রমজান উপলক্ষে স্বাগত র‌্যালি অনুষ্ঠিত।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest