`২ মার্চ পতাকা দিবস’ রাষ্ট্রীয় মর্যাদায় পালন করুন

প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৫

`২ মার্চ পতাকা দিবস’ রাষ্ট্রীয় মর্যাদায় পালন করুন

নিজস্ব প্রতিবেদকঃ

মুক্তিযুদ্ধ ভিত্তিক সামাজিক সংগঠন “হৃদয়ে পতাকা ২ মার্চ” আজ বিকাল ৫.০০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানব বন্ধন কর্মসূচি পালন করে।

 

সংগঠনের সভাপতি কবি সাহানা সুলতানার সভাপতিত্বে মানববন্ধনের উদ্ধোধন করেন এডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, যুগ্ম সাধারন সম্পাদক, জাতীয় সমাজতান্ত্রিক দল, কেন্দ্রীয় কার্যকরি কমিটি। উক্ত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন “হৃদয়ে পতাকা ২ মার্চ” এর প্রধান উপদেষ্টা এস.এম সামসুল আলম নিক্সন, বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক জনাব জালাল উদ্দিন জুয়েল, বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হাসান, জাতীয় সমাজতান্ত্রিক দলের কেন্দ্রীয় নেতা মোশাররফ হোসেন, জাতীয় যুব পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ বিপুল পারভেজ মিরাজ, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক জাকির হোসেন তিতু, আজিম হোসেন মানিক।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন “হৃদয়ে পতাকা ২ মার্চ” এর সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম।

 

১৯৭১ সালে ২ মার্চ স্বাধীন পাকিস্তান ভূখন্ডে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। মহান মুক্তিযুদ্ধের অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিবস ২ মার্চ। ইতিহাস প্রমান করে সশস্ত্র মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বীজ বপন হয়। ১৯৭১ সালের ২ মার্চ স্বাধীনতার পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে এবং এই দূঃসাহসিক ঘটনার মহানায়ক ছিলেন তৎকালীন ডাকসু ভিপি জননেতা আ.স.ম. আবদুর রব।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest