ঢাকা ২৯ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২৫
নলছিটি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক
ভলেন্টিয়ার্স অব নলছিটি এবং জুলাই শহীদদের স্মরণে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ মার্চ) নলছিটি মার্চেন্ট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে প্রায় ২০০ স্বেচ্ছাসেবকের উপস্থিতিতে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক জনাব নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুস সালাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন “ভলেন্টিয়ার্স অব নলছিটি”-এর সভাপতি মোঃ শাহাদাত আলম, এছাড়াও নলছিটির বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও স্থানীয় মসজিদের ইমামরা অনুষ্ঠানে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও নজরুল ইসলাম বলেন, নলছিটির সকল স্বেচ্ছাসেবীদের সঙ্গে একযোগে কাজ করে আমরা দুর্যোগ, বন্যাসহ যে কোনো সংকটময় মুহূর্তে এগিয়ে আসব।”
অনুষ্ঠানের শেষাংশে মাওলানা নাসির উদ্দিন, ইমাম, নলছিটি বায়তুল মোকাররম জামে মসজিদ, বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
এই ইফতার মাহফিলের মাধ্যমে স্বেচ্ছাসেবীদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST