ঢাকা ৬ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২০
ওমর ফারুক, রাজশাহী ব্যুরো : রাজশাহী রেঞ্জ আন্তঃজেলা পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতার ফাইনাল খেলায় বগুড়া জেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী জেলা পুলিশ দল। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে রাজশাহী জেলা পুলিশ লাইন মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি এ কে এম হাফিজ আক্তার বিপিএম (বার)। সভাপতিত্ব করেন, রাজশাহীর পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম। খেলা শেষে বিজয়ী ও পরাজিত দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। প্রধান অতিথি তার বক্তব্যে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেকটি দলকে অভিনন্দন জানান এবং বলেন নিয়মিত ক্রিড়া চর্চা মানুষকে সুস্থ রাখে। ডিউটির অবসরে ক্রিড়া চর্চা পুলিশ সদস্যদের আরো বেশি শারিরীক ও মানসিকভাবে বিকশিত করবে। কাবাডি বাংলাদেশর অন্যতম ঐতিহ্যবাহী খেলা। এ ধরনের প্রতিযোগিতার আয়োজন সকলকে উজ্জীবিত করবে। রাজশাহী জেলা পুলিশের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST