রুয়েটে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন

প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২০

রুয়েটে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন

ওমর ফারুক, রাজশাহী ব্যুরো : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার রুয়েট অডিটোরিয়ামে সকাল থেকে বিকেল পর্যন্ত এ ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়। প্রথমে যন্ত্রকৌশল অনুষদভূক্ত বিভাগসমূহের শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়। পরে ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদভূক্ত বিভাগসমূহের শিক্ষার্থীদের ওরিয়েন্টশন সভা। এছাড়া বিকেলে অনুষ্ঠিত হয় পুরকৌশল অনুষদভূক্ত বিভাগসমূহের ওরিয়েন্টেশন সভা। প্রতিটি ওরিয়েন্টশন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাননীয় ভাইস চ্যান্সেলর ড. মোঃ রফিকুল ইসলাম সেখ। সভায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন, ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. মোঃ রবিউল আওয়াল এবং পুরকৌশল বিভাগের প্রফেসর ইকবাল মতিন। সভাগুলোতে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন যন্ত্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ মোশাররফ হোসেন, ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ জহুরুল ইসলামস সরকার , পুরকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. এন.এইচ.এম কামরুজ্জামান সরকার এবং ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ বেল্লাল হোসেন। প্রতিটি ওরিয়েন্টেশ সভায় আরও উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ সেলিম হোসেন, উপ-পরিচালক ছাত্রকল্যাণ মামুনুর রশিদ ও আবু সাঈদ সহ বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় প্রধান এবং বিভিন্ন বিভাগের শিক্ষক। সভায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার প্রফেসর ড. মোঃ সেলিম হোসেন জানান, আগামী শনিবার ২৫ জানুয়ারী থেকে রুটিন অনুযায়ী প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। কোনো শিক্ষার্থী ১০ শিক্ষা দিবস অর্থাৎ দুই (২) সাইকেল ক্লাসে অনুপস্থিত থাকলে তার ছাত্রত্ব বাতিল হয়ে যাবে ।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest