মেহেন্দিগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার অভিযোগে বলগেট কার্গো আটক, গ্রেফতার ১৫

প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২০

মেহেন্দিগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার অভিযোগে বলগেট কার্গো আটক, গ্রেফতার ১৫

মোঃ ইব্রাহীম মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ- বরিশাল জেলা প্রশাসকের নির্দেশে অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটা ঠেকাতে মেহেন্দিগঞ্জে দুটি নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বুধবার দুপুরে মাসকাটা এবং কালাবদর নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন এবং নদীর তীর থেকে মাটি কাটার অভিযোগে মেশিনসহ দুটি ড্রেজার, তিনটি বলগেট কার্গো আটক ও ১৫ জনকে গ্রেফতার করেন মোবাইল কোর্ট পরিচালনার দায়িত্বে থাকা মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পীযূষ চন্দ্র দে। প্রথমে মাসকাটা নদীতে অভিযানের সময় নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে মেশিনসহ দুটি ড্রেজার ও ৪জনকে আটক করা হয়। আটককৃতদের প্রত্যেককে ১ বছর করে বিনাশ্রম কারাদন্ডে দণ্ডিত করা হয়। পরবর্তীতে কালাবদর নদীতে অভিযান চালিয়ে শ্রীপুর এলাকার নদীর তীর হতে মাটি কেটে বলগেট কার্গোতে করে ঢাকা নেয়ার পথে মাটি ভর্তি ৩টি বলগেট কার্গোসহ ১১জনকে আটক করা হয়। অপরাধের গুরুত্ব বিবেচনা করে আটককৃতদের প্রত্যেককে ১বছর করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। এই অভিযান পরিচালনায় সর্বাত্তক সহযোগিতা করেন, মেহেন্দিগঞ্জ থানা অফিসার-ইন-চার্জ মোঃ আবিদুর রহমান, এসআই উজ্জ্বল কুমার, জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের ফরাজি, পৌর কাউন্সিলর মনির জমাদ্দার,ইউপি সদস্য জাকির হোসেনসহ এলাকাবাসী। উল্লেখ্য, মেহেন্দিগঞ্জের বিভিন্ন নদীতে দীর্ঘদিন যাবৎ শক্তিশালী একটি চক্র ড্রেজার ও শ্যালো মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। ফলে নদী তীরবর্তী ফসলি জমি, ঘরবাড়িসহ নদী গর্ভে বিলিন হয়ে গেছে নানা স্থাপনা। এতোদিন শুধুই নিরবে চোঁখের জল ফেলতে হয়েছে নদী তীরবর্তী মানুষদের। মেহেন্দিগঞ্জে সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে আকষ্মিক এই অভিযান কিছুটা হলেও নদী তীরবর্তী মানুষের মনে আশার আলো জাগিয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest