বিয়ের ২৪ ঘন্টার মধ্যেই যুবকের পুরুষাঙ্গ কর্তন

প্রকাশিত: ১১:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২০

বিয়ের ২৪ ঘন্টার মধ্যেই যুবকের পুরুষাঙ্গ কর্তন

খাদেমুল মোরসালিন শাকীর,রংপুর ব্যুরো :  নীলফামারীর সৈয়দপুরে অজ্ঞান অবস্থায় নুর আলম সবুজ নামে নব বিবাহিত এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। ২২ জানুয়ারি বুধবার দিবাগত রাত পৌনে একটার দিকে তার নিজ বাড়ি থেকে প্রায় ৫শ’ গজ দূরে নির্জন স্থান থেকে উদ্ধার করে। দূর্বৃত্তরা তার পুরুষাঙ্গের উপরি অংশ কেটে নিয়েছে। পরে আশঙ্কাজনক অবস্থায় সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক ডা. এস এম রবিউল ইসলাম উপস্থিত পুলিশ ও স্বজনদের জানান, যুবকের পুরুষাঙ্গ কর্তন রয়েছে। প্রচুর রক্ষক্ষরণ হওয়ায় রোগির অবস্থা আশঙ্কাজনক। একারণে তিনি তাৎক্ষনিক উন্নত চিকিৎসার জন্য রোগিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। নুর আলম সবুজ সৈয়দপুরের কামারপুুকুর ইউনিয়নের ধলাগাছ পশ্চিমপাড়ার মোহাম্মদ আলীর একমাত্র পুত্র এবং ময়মনসিংহ ক্যাডেট কলেজের জুনিয়র কেয়ার টেকার। স্থানীয়রা জানান, মঙ্গলবার দিবাগত রাতে ওই যুবক একই ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্যা আইসঢাল গ্রামের মোঃ রেজাউল করিমের স্ত্রী সেলিনা আকতারের নীলফামারী সরকারী কলেজের অনার্স (দ্বিতীয় বর্ষ) পড়–য়া মেয়ে রিজভী আকতার (রেমি) কে ১৮ লাখ টাকা দেনমোহরে বিয়ে করে। ওই বিয়েতে যুবকটির পরিবারের সম্মতি ছিলনা। কিন্তু রেমির সাথে সবুজের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক থাকায় অভিভাবকদের অসম্মতিতেই বিয়ে করেছে। এসময় সবুজের সাথে তার বন্ধু অপু ও খালা উপস্থিত ছিল। পরেরদিন সন্ধ্যায় ওই দুই বন্ধুকে নিয়ে সবুজ তার বোনের বাড়িতে রাতের খাবার খেয়ে শ্বশুড় বাড়িতে যায়। এসময় তার বাড়ির উঠান থেকেই কে বা কারা তাকে অপরহণ করে। পরে রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে বাড়ির প্রায় ৫শ’ গজ দূরে পুরুষাঙ্গ কর্তন করে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে যায়। বিয়ের মাত্র ২৪ ঘন্টার মধ্যে এ ঘটনায় নারীঘটিত কোন কারণ রয়েছে বলে ধারণা করছে সবুজের পরিবার। এদিকে পুলিশ ঘটনার পর রিজভী আকতার রেমিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়। মেয়ের বাবা রেজাউল করিম জানান, সবুজ সুস্থ্য হয়ে আসলেই প্রকৃত ঘটনা বেড়িয়ে আসবে এবং ঘটনার সাথে কারা জড়িত তাও উদঘাটিত হবে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান জানান, ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তৎপর রয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কেউই কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলেই অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। #


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest