ঢাকা ১৮ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২০
মোঃ লুৎফর রহমান হিলি প্রতিনিধি :- চীনে করোনা ভাইরাসে প্রাণহানী সহ ভাইরাসটি ছড়িয়ে পড়লেও স্বাস্থ্য বিভাগ থেকে এখনো প্রতিরোধমুলক ব্যবস্থা নেওয়া হয়নি দিনাজপুরের হিলি চেকপোস্টে। ফলে স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই প্রতিদিন এই চেকপোস্ট দিয়ে চীনের পার্শবর্তী দেশ ভারত, নেপাল, ভুটান সহ অন্যান্য দেশ থেকে বাংলাদেশে প্রবেশ করছে শত শত পাসপোর্টযাত্রী। আর একারণে ভাইরাসটি যাত্রীদের মাধ্যমে দেশে ঢুকে পড়ার আশঙ্কা রয়েছে। এদিকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী জানান, হিলি চেকপোস্টের গুরুত্ব ভেবে এই আশঙ্কার কথা ইতোমধ্যে দিনাজপুর সিভিল সার্জনকে জানানো হয়েছে। তবে স্বাস্থ্য বিভাগ থেকে এখনো পর্যন্ত কোনো নির্দেশনা পাওয়া যায়নি। নির্দেশনা পেলে হিলি চেকপোস্টে থার্মাল স্ক্যানারের মাধ্যমে যাত্রীদের শারীরিক স্ক্রিনিং (পরীা) করা হবে। জানাগেছে, করোনা ভাইরাস শ^াসতন্ত্র রোগ। প্রধান লক্ষণ জ¦র। এর সঙ্গে সর্দি, কাশি, গলাব্যথা ইত্যাদি উপসর্গ থাকে। চীনে এই পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে ১ হাজারেরও বেশি মানুষ। আর এরমধ্যে প্রাণহানী ঘটেছে অন্তত ২০ জনের। বার্তা প্রেরণ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST