ঢাকা ১৭ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২০
আলোকিত সময় ডেস্ক : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন। আওয়ামী লীগের নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এবং উপদেষ্টা পরিষদের সদস্যরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
শুক্রবার বিকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের নেতারা।
শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর সমাধিতে ফাতেহা পাঠ এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা অংশ নেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST