ঢাকা ১৮ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২০
শামসুল কাদির মিছবাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বিভিন্ন দাবিতে কালেক্টরেট সহকারী সমিতি কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত কর্মবিরতি অব্যাহত রয়েছে। গত তিনদিন ধরে কর্মবিরতি পালন করে আসছে উপজেলা শাখার কালেক্টরেট সহকারী সমিতির সদস্যরা। জানা যায়, মাঠপর্যায়ের বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি)-এর কার্যালয়ে কর্মরত কর্মচারীদের (গ্রেড ১৩-১৬) পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) জামালগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ২০ জানুয়ারি থেকে এ কর্মবিরতি পালন করে আসছে। এতে অংশগ্রহণ করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের অফিস সহকারী মো. ফারুক মিয়া, দেলোয়ার হোসেন, ভূমি অফিসের অফিস সহকারী অসীম কুমার ধর, মুজাহিদ খান, সার্টিফিকেট সহকারী শহীদুন্নেছা প্রমুখ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST