নওগাঁর আত্রাইয়ে ব্যাপক উৎসাব মুখোর পরিবেশে স্টুডেন্ট নির্বাচন সম্পন্ন

প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২০

নওগাঁর আত্রাইয়ে ব্যাপক উৎসাব মুখোর পরিবেশে স্টুডেন্ট নির্বাচন সম্পন্ন

 মোঃ ফিরোজ হোসেন নওগাঁ প্রাতিনিধি: আত্রাইয়ে ব্যাপক উৎসাহ ও উদ্দিপনার মধ্যদিয়ে মাধ্যমিক স্তরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে ছাত্র কবিনেট নির্বাচন। নির্বাচন পাঁচটি শ্রণীর জন্য পৃথক পৃথক বুথ করে প্রিজাইডিং অফিসার ভোট গ্রহন করেন। এর জন্য পোলিং কর্মকর্তা ও প্রার্থীদর এজেন্ট বুথ বসানো হয়। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই স্কুল ম্যানজিং কমিটির সদস্য ও শিক্ষকদের স্বঃতস্ফুর্ত উপস্থিতিতে এ নির্বাচন উৎসবের কোন কমতি ছিলো না। শনিবার সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। উপজেলার ভবানীপুর জিএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহাবুবুর রহমান জানান, মাধ্যমিক স্তর থেকেই গণিত চর্চা এবং গণিতিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার লক্ষ্য ও শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ছাত্র-ছাত্রী ভর্তি, ঝড় পড়ারোধে সহযোগীতা করার জন্য সরকার ছাত্র কবিনেট নির্বাচনের ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে। এ নির্বাচনের লক্ষ্য সমূহের মধ্যে রয়েছে, অন্যের মতামতের প্রতি সহিঞ্চুতা এবং শ্রদ্ধা প্রদর্শন, শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা কার্য্যক্রম শিক্ষক মন্ডলীকে সহায়তা করা, শিক্ষা কার্য্যক্রম শিক্ষার্থীদের মাধ্যমে অভিভাবকদের সম্পৃক্ত করা, পরিবেশ সংরক্ষন, স্বাস্থ্য, ক্রীড়া, সংস্কৃতি, বৃক্ষরোপন ইত্যাদি। এ ব্যাপার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস ছালাম জানান, ব্যাপক উৎসাহ ও উদ্দিপনার মধ্যদিয়ে এ নির্বাচন উপজলার মোট ৩৫টি মাধ্যমিক ও ৫টি দাখিল মাদ্রাসায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পরবর্তীতে ভোট গননা শেষে ফলাফল ঘো ষনা করা হয়। নির্বাচন সহপাঠীদের সাথে প্রতিদ্বন্ধীতার মাধ্যমে প্রত্যকটি বিদ্যালয়ে আটজন করে প্রার্থী নির্বাচিত হয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest