ঢাকা ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২০
ফারহানা নওশীন তিতলী, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবক সংগঠন “লন্ঠন” এর উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে জাতির পিতার নিকট পত্র লিখন,পঠন ও প্রেরণ অনুষ্ঠানের আয়োজন করেছে। সোমবার (২৭ জানুয়ারি) সকাল ১১ টায় ক্যাম্পাসের ডায়না চত্বরে অর্ধশতাধিক প্রতিযোগীর অংশগ্রহনে অনুষ্ঠান শুরু হয়। আলমগীর হোসেনের সঞ্চালনায় ও আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অাইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল।বিশেষ অতিথি হিসেবে ছিলেন পরিসংখ্যান বিভাগের সভাপতি অধ্যাপক ড.মোঃ সাজ্জাদ হোসেন ও ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক মোঃশফিকুল ইসলাম প্রমূখ। বঙ্গবন্ধুর কাছে পত্র লিখে প্রথম হয়েছেন ইংরেজি বিভাগের ১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্রী আয়েশা বিনতে রাশেদ তিথি, দ্বিতীয় হয়েছেন একই বিভাগের আবু সিদ্দিক সোহাগ ও তৃতীয় হয়েছেন লোক প্রশাসন বিভাগের ১৭-১৮ শিক্ষাবর্ষের মিনহাজুল হক রুমন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST