নবাবগঞ্জে প্রতারক চক্ররের এক সদস্য আটক

প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২০

নবাবগঞ্জে প্রতারক চক্ররের এক সদস্য আটক

মোঃ হাসিম উদ্দিন আঞ্চলিক প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জে সংঘবদ্ধ প্রতারক চক্ররের এক সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ । আটকৃত মোঃ আরাফাত রহমান (৩৬) রংপুর জেলার কোতয়ালী থানার পশ্চিম গনেশপুরের মোঃ মাহবুবার রহমানের ছেলে । থানা সূত্রে জানান যায় – আরাফাতসহ সংঘবদ্ধ প্রতারক চক্র দীর্ঘদিন যাবৎ নিজ পরিচয় গোপন করে ভুয়া পরিচয়ে বিভিন্ন সরকারি/বেসরকারি গুরত্বপূর্ন অফিসের অফিস প্রধানের নিকট হইতে চাঁদা দাবীসহ চাঁদা উত্তোলন করে । গত ২৬ জানুয়ারি জেলা বন কর্মকর্তা মোঃ আব্দুর রহমানের কাছে আরাফাতের সেল ফোন থেকে দিনাজপুর ৬ আসনের সংসদ মোঃ শিবলী সাদিক এর ছোট ভাই সুমন সাদিক নাম পরিচয় দিয়ে শীতবস্ত্র বিতরণ করার জন্য চাঁদা দাবী করেন। চাঁদা না দিলে জীবন নাশের হুমকি দেয়। বন কর্মকর্তা এমপি‘র সহকারি মোঃ সামছুজ্জামানের নিকট ফোন দিয়ে নিশ্চিত হন,সুমন সাদিক নামে কোন ভাই নাই। বন কর্মকর্তা চাঁদার টাকা দেওয়ার জন্য কথা বললে প্রতারক চক্র ফুলবাড়িতে আছে বলে জানান , তখন নবাবগঞ্জ উপজেলার শালঘরিয়া গ্রামের পাকা রাস্তার মাথায় এমপির সহকারির ফোন নম্বর দিয়ে বলেন এই নম্বরের লোক টাকা নিয়ে আসতেছে । এমপি‘র সহকারি শালঘরিয়া গ্রামের পাকা রাস্তার মাথায় এসে দেখেন প্রতারক চক্র মোটসাইকে নিয়ে দাঁড়িয়ে আছে, টাকার কথা বলতে না বলতে স্থানীয় লোকজন প্রতারক চক্ররের আরাফাতকে আটক করে , এবং সাথে থাকা মুরাদ কৌশলে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। আটকৃত প্রতারক চক্ররের সদসের বিরুদ্ধে মোঃ সামছুজ্জামান বাদী হয়ে মামলা দায়ের করেন । থানার অফিসার ইনচার্জ অশোক কুমার চৌহান বিষয়টি নিশ্চিত করেছেন ।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest