জয়পুরহাটের কালাইয়ে দুইদিন ব্যাপী শিশু মেলার উদ্বোধন

প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২০

জয়পুরহাটের কালাইয়ে দুইদিন ব্যাপী শিশু মেলার উদ্বোধন

 আবু রায়হান, জয়পুরহাটঃ জয়পুরহাটের কালাইয়ে ২দিন ব্যাপী শিশু মেলা উদ্বোধন অনুষ্টিত হয়েছে। শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় প্রাথমিক শিক্ষা, শিশু ও নারী অধিকার, আটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য, শিশুর পানিতে ডোবা প্রতিরোধ, শিশু ও নারী নির্যাতন প্রতিরোধ, নিরাপদ মাতৃত্ব, জেন্ডার সমতা, মাদকদ্রব্য ও জঙ্গীবাদ প্রতিরোধ, পরিস্কার পরিছন্নতা, যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধ, টিকাদান, নারীর ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমূহ. পরিবেশ সুরক্ষায়, দূর্যোগকালীন নারী ও শিশুর সুরক্ষা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য এই ২ দিন ব্যাপী শিশু মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে ২৭ জানুয়ারি সোমবার সকালে জেলা তথ্য অফিস আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় কালাই ময়েন উদ্দীন সরকারি উচ্চ বিদ্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে কালাই-মোকামতলা মহাসড়ক প্রদক্ষিন একই স্থানে এসে শেষ হয়।

পরে কালাই ময়েন উদ্দীন সরকারি উচ্চ বিদ্যালয় চত্বরে বেলুন উড়িয়ে দুই দিন ব্যাপী শিশু মেলার শুভ উদ্বোধন করেন জয়পুরহাট জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন। উক্ত মেলায় অবস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৯ টি স্টল পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মোবারক হোসেন এর সভাপতিত্বে কালাই ময়েন উদ্দীন সরকারি উচ্চ বিদ্যালয় চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হেলাল উদ্দীন মোল্লা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ সাবানা আক্তার, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. নাজিম উদ্দীন, জেলা তথ্য অফিসার মুহা. মাহফুজার রহমান প্রমূখ। এ সময়ে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও সমাজের গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest