ঢাকা ১ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪১ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২০
ওমর ফারুক, রাজশাহী ব্যুরো : রাজশাহী মহানগরীর টি-বাঁধ সংলগ্ন পদ্মা নদীতে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টাকারী ডুবন্ত অবস্থায় অজ্ঞাতনামা এক কিশোরকে উদ্ধার করা হয়েছে। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিক তার পরিচয় পাওয়া যায়নি। তার আনুমানিক বয়স (১৬) বছর। সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে রাজশাহী মহানগরীর টি-বাঁধ সংলগ্ন পদ্মা নদীতে এক কিশোর লাফিয়ে পড়ে। বিষয়টি স্থানীয়রা দেখতে পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসকে খবর ও তারা তাকে উদ্ধারের চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করে। তবে কথা না বলতে পারায় তার পরিচয় পাওয়া যায়নি। ওই কিশোর আত্মহত্যার চেষ্টা করেছিল কি পড়ে গিয়েছিল এটি নিশ্চিত নয়। এ বিষয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পরিচয় জানা যায়নি।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST