বরিশাল হাসপাতাল রোড ব্যবসায়ীর দোকানে ব্যবসায়ীকে মারধর ও হামলা

প্রকাশিত: ১:১৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২০

শফিউর রহমান কামাল বরিশাল ব্যুরো ঃবরিশাল সদর হাসপাতাল রোডে হোটেল প্যারাডাইস এর সামনে মেসার্স খান মেডিকেল হল এর মালিক মোঃ আবদুল জলিল এর উপর মাদকাসক্ত দুই যুবক হামলা করে । হামলার শিকার আবদুল জলিল জানান গতকাল রাত ১১ টা ২০ মিনিটে বরিশাল কলেজ এলাকার আব্দুল কুদ্দুস এর ছেলে এ্যম্বুলেন্স ড্রাইভার মামুন ও অজ্ঞাত ৩ থেকে ৪ জন যুবক দোকানে আসে এবং ৫০ হাজার টাকা চাদাঁ দাবি করে, আমি চাদাঁ দিতে রাজি না হওয়ায় তারা আমার উপর চড়াও হয়, এক পযার্য়ে ফার্মেসি ভাংচুর সহ আমাকে বেধরক মারধর করে এবং লোহার রড দিয়ে মারার হুমকি দেয়। তিনি অরো জানান তারা বিভিন্ন সময়ে আমার দোকান থেকে বিভিন্ন ধরনের ঔষধ বাকিতে নিয়ে টাকা দিত না। পাশের দোকানে থাকা সিসি টিভির ফুটেজে দেখা যায় ফার্মেসির সামনে থাকা সাইনবোর্ড দিয়েও মারার চেস্টা চালায় পরে স্থানীয়রা আসলে ঘটনা শান্ত হয়। এ বিষয়ে স্থানীয়দের কাছে জানতে চাইলে তারা বলেন মামুন দীর্ঘ দিন যাবত মাদকের সাথে জড়িত বিভিন্ন সময় এলাকায় মাদকাসক্ত হয়ে খারাপ কাজ করে চলেছে কেউ কিছু বললে তার উপরও চড়াও হয় সেই ভয়ে কেউ কিছু বলে না। এ বিষয়ে আহত আবদুল জলিল বাদি হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest