ঢাকা ২১ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২০
মোঃ হাসিম উদ্দিন আঞ্চলিক প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জে অনুমোদনহীন অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে ২ ইটভাটার মালিককে জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার হরিপুর মৌজায় অবস্থিত আর এআর ও আরএমএ ইট ভাটাতে নবাবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আল মামুন এ অভিযান পরিচালনা করেন। উভয় ভাটার মালিককে ৫০ হাজার টাকা করে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। অভিযানে ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি দিয়ে ইটভাটাগুলির আগুন নিভিয়ে ও পোড়ানোর জন্য প্রস্তুতকৃত ইট ধ্বংস করে ভাটা ২টি বন্ধ করা হয়। এ সময় দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান, চরকাই রেঞ্জে রেঞ্জার নিশিকান্ত মালাকার উপস্থিত ছিলেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST