আক্কেলপুর পৌর মেয়রের বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২০

 আবু রায়হান, জয়পুরহাটঃ জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র গোলাম মাহফুজ চৌধূরী অবসরের বিরুদ্ধে জয়পুরহাট আদালতে দু’টি মামলা দায়ের করেছে দূর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের দায়েরকৃত মামলার সংক্ষিপ্ত বিবরনে জানা গেছে, গত ২০১৯ইং সালের ১৩ নভেম্বর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র গোলাম মাহফুজ চৌধূরী অবসরের বিরুদ্ধে প্রায় একই ধরনের দু’টি পৃথক মামলা দায়ের করেন আক্কেলপুর পৌর আওয়ামীলীগের সাবেক আহ্বায়ক এনায়েতুর রহমান আকন্দ (স্বপন) ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মজিবর রহমান। পৌর মেয়র অবসর চৌধুরীর বিরুদ্ধে মামলার বাদীরা তাদের অভিযোগে উল্লেখ করেছেন, ২০০৯ইং সালের ২৯ জুলাই আক্কেলপুর মহিলা ডিগ্রি কলেজের সহকারী গ্রন্থাগারিক ফারুক আলম চৌধুরীকে অবৈধ্য ভাবে চাকুরীতে পূনর্বহাল করে তার কাছ থেকে এমপিওর সরকারি টাকা উত্তোলন করে সরকারি তহবিলে জমা না দিয়ে আত্মসাৎ করেন এবং ২০১৮ সালের ২৫ ডিসেম্বর দরপত্র অনুযায়ী সর্বনি¤œ দরপত্র দাতাকে ঠিকাদারী কাজ না দিয়ে অর্থের বিনিময়ে অপর ঠিকাদারী প্রতিষ্ঠানকে কাজ দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে। অভিযোগ আরও উল্লেখিত রয়েছে যে, পৌর মেয়র অবসর চৌধুরী ২০১৪ইং সালে আক্কেলপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করে পরাজিত হোন এবং সে সময় তিনি নির্বাচনী হলফ নামায় নিজের সম্পদের বিবরণে ১৬ লক্ষ্য ৭৯ হাজার ৪১২ টাকা ও তার স্ত্রীর সম্পদ দেখিয়েছিলেন মাত্র ২৫ হাজার টাকা। পরে ২০১৫ইং সালে আক্কেলপুর পৌরসভা নির্বাচনেও তিনি আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে মেয়র পদে নির্বাচন করেন। সেখানেও তিনি ২০১৫ সালের ২৯ সেপ্টেম্বরে দাখিল করা নির্বাচনী হলফনামায় তার স্থাবর-অস্থাবর সম্পদের পরিমাণ দেখিয়েছেন ৩৪ লক্ষ্য ৫৯ হাজার ৩৭২ টাকা আর স্ত্রীর সম্পদ দেখিয়েছেন ৫ লক্ষ্য ২০ হাজার ৬৯৬ টাকা। অথচ তিনি জয়পুরহাট জেলা শহরে কয়েক কোটি টাকা মূল্যের দুটি বিলাসবহুল বাড়ি, নিজ ও স্ত্রীর নামে পৃথক দুটি দামি প্রাইভেট কার ছাড়াও অঢেল সম্পদের মালিক। এ ছাড়াও অবসর চৌধূরীর বিরুদ্ধে টেন্ডারবাজী, অর্থ আত্মসাত, নিয়োগ বানিজ্যসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে গত ২০১৯ সালের ১৩ নভেম্বর এমন দু’টি মামলা আদালতে দাখিল করলে জয়পুরহাট সিনিয়ার স্পেশাল জজ আদালতের বিচারক মামলাগুলো আমলে নিয়ে তদন্তের জন্য বগুড়া দুদককে নির্দেশ দেন। আদালতের নির্দেশ অনুযায়ী বগুড়া দুদকের উপপরিচালক মুনরুজ্জামানের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ঠ্য একটি তদন্ত টীম তদন্ত শেষে ২৮ জানুয়ারি ২০২০ইং মঙ্গলবার বগুড়া দুর্নীতি দমন কমিশনের পক্ষে জয়পুরহাট সিনিয়ার স্পেশাল জজ আদালতে দুদকের পরিদর্শক নিশিত কুমার ঘোষ মামলা দু’টি দাখিল করলে উক্ত আদালতের বিচারক এম এ রব হাওলাদার দু’টি মামলাই গ্রহন করেন। উপরোক্ত বিষয়ে জয়পুরহাট আদালতের রাষ্ট্র পক্ষের আইনজীবি এ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল (পিপি) আক্কেলপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র গোলাম মাহফুজ চৌধূরী অবসরের বিরুদ্ধে দুদকের দায়েরকৃত মামলার সত্যতা সাংবাদিকদের নিশ্চিত করেছেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest