ঢাকা ৮ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২০
মোহাম্মদ মাহমুদুল হাসান, বিশেষ প্রতিনিধি, ঢাকাঃইসলামিক ফাউন্ডেশনের (ইফা) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে প্রেষণে নিয়োগ পেয়েছেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনিস মাহমুদ। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সামীম মোহাম্মদ আফজালের ডিজি পদের মেয়াদ শেষ হওয়ার পর গত বছরের ৩১ ডিসেম্বর এই পদটিতে ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. হামিদ জমাদ্দারকে ভারপ্রাপ্ত ডিজি (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে দায়িত্ব দেয়া হয়। আনিস মাহমুদের নিয়োগের ফলে ইসলামিক ফাউন্ডেশন একজন পূর্ণকালীন ডিজি পেল। বিসিএস নবম ব্যাচের কর্মকর্তা আনিস মাহমুদের গ্রামের বাড়ি ফেনী জেলার ফুলগাজীতে। এর আগে তিনি নেত্রকোনা ও খুলনার জেলা প্রশাসক (ডিসি) ছিলেন। উল্লেখ্য, ইসলামিক ফাউন্ডেশন ধর্ম মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন একটি প্রতিষ্ঠান।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST