বিএনপির অভিযোগ তাবিথের প্রচারণায় রিজভীর উপর হামলাঃ

প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২০

মোহাম্মদ মাহমুদুল হাসান, ঢাকাঃ রাজধানীতে নির্বাচনি প্রচারণায় নেমে মারধরের শিকার হয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তাকে কাকরাইলে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকালে কারওয়ান বাজার এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের প্রচারণায় হামলার ঘটনাটি ঘটে। বিএনপির অভিযোগ, এ ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। সাইফুল ইসলাম ফিরোজ অভিযোগ করেন, আজ রিজভীর নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তাবিথের পক্ষে প্রচারণায় নামেন। কারওয়ান বাজারের কাঁচাবাজারে প্রচার শেষে তেজগাঁও রেললাইনের কাছে যান তারা। তাদের অভিযোগ, এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। তাদের এলোপাতাড়ি মারধর করা হয়। তিনি বলেন, আমরা তাবিথ আউয়াল ছাড়াও ২৬ নম্বর ওয়ার্ডের বিএনপির কাউন্সিলর প্রার্থী আজিজুর রহমান সাব্বিরের পক্ষে ভোট চেয়েছি। সাব্বিরও হামলায় আহত হয়েছেন। তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব বিজয় তালুকদার বলেন, আজ কারওয়ান বাজার এলাকায় যে নির্বাচনি প্রচার হয়েছে, তাতে বিএনপি নেতা রুহুল কবীর রিজভীকে দেখা যায়নি। এ সময় হামলার ঘটনাও ঘটেনি। তবে দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest