বাংলাদেশ চীন থেকে ৫০০ শিক্ষার্থীকে ফিরিয়ে আনবে

প্রকাশিত: ৯:৩৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২০

আলোকিত সময় ডেস্ক ঃকরোনাভাইরাসের জেরে চীনের হুয়ান প্রদেশ থেকে বাংলাদেশি ৫০০ শিক্ষার্থীকে খুব শিগগিরই দেশে আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে তিনি বলেন, হুয়ানে থাকা বাংলাদেশের শিক্ষার্থীদের দেশে ফিরিয়ে রাজধানীর হাজি ক্যাম্প ও কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে রাখা হবে। যাতে করোনাভাইরাসের কোনো প্রভাব অন্যত্র না ছড়ায়। চীনে মহামারি আকারে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। প্রতিদিনই বাড়ছে মৃত সংখ্যা। দেশটির সরকারি হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৭০ জনের মৃত্যু হয়েছে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest