আলোকিত সময় ডেস্কঃ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা। ঢাকা দক্ষিণের জনসাধারণের প্রতি তারা বলেন, তিলোত্তমা ঢাকা গড়তে যোগ্য ব্যক্তি তাপসকে নির্বাচিত করুন। আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করুন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাজধানীতে মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত এক র্যালি থেকে এ আহ্বান জানানো হয়।রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের সামনে থেকে শুরু হয়ে র্যালিটি বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালির আগে দুটি খোলা ট্রাক একত্র করে তৈরি করা হয় অস্থায়ী মঞ্চ। সেখানে বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ড. আব্দুর রাজ্জাক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ কেন্দ্রীয় নেতারা।এসময় অংশ গ্রহণ করেন বরিশাল মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।