ঢাকা ৬ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২০
মোহাম্মদ মাহমুদুল হাসান, বিশেষ প্রতিনিধিঃ ব্যাপক উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি উদ্বেগের মধ্যে আজ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন হচ্ছে। শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। এবারই প্রথম ঢাকা দুই সিটি নির্বাচনে সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট নেয়া হবে। ফলে এ নির্বাচনে ইভিএমের গ্রহণযোগ্যতা বিষয়টিও মিলবে।নির্বাচনকে ঘিরে মাঠে নেমেছে বিজিবি, র্যাব ও পুলিশের মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স। ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র ও তার আশপাশের এলাকা গোয়েন্দা নজরদারির আওতায় আনা হয়েছে। গুরুত্ব বিবেচনা করে অনেক কেন্দ্রে ক্লোজড সার্কিট ক্যামেরা (সিসি ক্যামেরা) বসানো হয়েছে। নিরাপত্তার প্রথম ধাপে গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) থেকেই রাজধানীতে পুলিশের পাশাপাশি ৬৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে অতিরিক্ত আরও ১০ প্লাটুন বিজিবি সদস্য।


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST