ক্যাডেট পরীক্ষায় ৩ জর সাফল্য অর্জন করায় মধুপুরে আনন্দ র্্যালি

প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২০

ক্যাডেট পরীক্ষায় ৩ জর সাফল্য অর্জন করায় মধুপুরে আনন্দ র্্যালি

 মো: আ: হামিদ মধুপুর টাঙ্গাইল থেকে: টাঙ্গাইলের মধুপুরে মধুপুর শহিদ ক্যাডেট কোচিং সেন্টার হতে ২০২০ সালের ক্যাডেট পরীক্ষায় ৩ জনের সাফল্য অর্জন করায় শনিবার (১লা ফ্রেব্রুয়ারী) সকাল ১১ টায় আনন্দ র্্যালির আয়োজন করা হয়। র্্যালিটি মধুপুর শহীদ ক্যাডেট কোচিং সেন্টার হতে বের হয়ে শহরের প্রধান প্রধান শহর প্রদক্ষিন করে। রেলীতে শহিদ ক্যাডেট কোচিং এর পরিচালক মো: সহিদুল ইসলাম, ও সাফল্য অর্জনকারী ছাত্র ছাত্রী ও সকল শিক্ষক গন উপস্হিত ছিলেন। র্্যালিটি পরে মধুপুর সহিদ ক্যাডেট কোচিং সেন্টারে এসে শেষ হয়। সাফল্য অর্জনকারী ছাত্র ছাত্ররা হল তানজিল, নূর আলম,ও লুবনা। পরে সকল শিক্ষক, অভিবাবক ও সাফল্য অর্জনকারীদের মাাঝে মিষ্টি বিতরন করা হয়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest