উচ্চ শিক্ষায় তুরস্কের সাথে ইবি’র সমঝোতা চুক্তি

প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২০

উচ্চ শিক্ষায় তুরস্কের সাথে ইবি’র সমঝোতা চুক্তি

 ফারহানা নওশিন তিতলী ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাথে তুরস্কের কাফকাস বিশ্ববিদ্যালয়ের মধ্যে উচ্চ শিক্ষার জন্য শিক্ষার্থী আদান প্রদানের সমঝোতা চুক্তি সম্পন্ন হয়েছে। শনিবার বেলা ২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থী অ্যাফেয়ার্স ডিভিশন এর পরিচালক ড. শাহাদৎ হোসেন আজাদ তুরস্কের কাফকাস বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পাদিত দ্বিপাক্ষিক শিক্ষা ও গবেষণা সংক্রান্ত সাক্ষরিত চুক্তিনামা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হারুন উর রাশিদ আসকারীর কাছে হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মোঃ শাহীনুর রহমান, কোষাধ্যক্ষ ড. মোঃ সেলিম তোহা প্রমুখ। আগামী ৫ বছরের জন্য ম্যাভলানা এক্সচেঞ্জ প্রোগ্রাম প্রোটকল এর আওতায় শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা ও গবেষণা সম্পাদন করতে পারবেন। এতে ডিপ্লোমা, অনার্স, মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে- ইংরেজি, বিজনেস স্টাডিজ, ম্যানেজমেন্ট সায়েন্স, ল্যাংগুয়েজ এন্ড ফিলোলজিকাল সায়েন্স, ম্যাথমেটিকস্, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ক্যামিক্যাল ইঞ্জিনিয়ারিং,পলিটিক্যাল সায়েন্স, ফাইন আর্টস, মার্কেটিং, ট্যুরিজম এন্ড হোটেল ম্যানেজমেন্ট, ফুড সায়েন্স এন্ড টেকনোলজি এবং ইনভারমেন্টাল সায়েন্স এন্ড জিওগ্রাফি। এ ১৩টি বিভাগে শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারবে বলে জানা গেছে। প্রসঙ্গত, আর আগে তুরস্কের চানকিরি কারাটিকিন বিশ্ববিদ্যালয়, ইগডির বিশ্ববিদ্যালয় ও ইস্তাম্বুল ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড কালচার। এর সাথে সমঝোতা চুক্তি সম্পন্ন হয়েছে। বিভিন্ন দেশের আরো ৪টি বিশ্ববিদ্যালয়ের সাথে বিভিন্ন সমঝোতা চুক্তি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest