ঢাকা ৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২০
আগৈলঝাড়া প্রতিনিধিঃ “সবাই মিলে হাত মেলাই,নিরাপদ খাদ্য নিশ্চিত চাই”- স্লোগানকে সামনে রেখে বিভিন্ন কর্মসুচির মাধ্যমে বরিশালের আগৈলঝাড়ায় পালিত হয়েছে জাতীয় নিরাপদ খাদ্য দিবস/২০২০। দিবসটি উপলক্ষে আজ রবিবার দুপুরে উপজেলার দুশুমী বাজারে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। এরপর দুশুমী বাজার টলঘরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থা এ.সি.ডি.আই ভোকা এর আয়োজনে আয়োজিত কর্মসূচির আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রানী সম্পদ সম্প্রাসরন কর্মকর্তা মোঃ রাফিউল আলম, বিশেষ অতিথী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন। মিঠুন বাড়ৈ’র সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, এল.এস.পি কিশোর চন্দ্র মন্ডল, মোঃ মনির হোসেন পাইক, বাসন্তি হালদার, ঊমা অধিকারী প্রমূখ। অনুষ্ঠান সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন অত্র সংগঠনের ফিল্ড ফেসিলিটেটর আব্দুস ছালাম বিশ্বাস। বক্তারা বলেন অনিচ্ছাকৃতভাবে নয়, বরং ইচ্ছে করে খাদ্যে ভেজাল মেশানোর ঘটনা বেশি হচ্ছে। এটা খুবই খারাপ আর লজ্জার। ছোট ব্যবসায়ী থেকে শুরু করে বড় ব্যবসায়ীরাও খাদ্যে বা ফসলে ভেজাল দিচ্ছেন। নিরাপদ খাদ্য উৎপাদন ও বিপণনে ভোক্তাসহ সবাইকে সচেতন হতে হবে। নিরাপদ খাদ্য উৎপাদনে সবাইকে সহযোগিতা করতে হবে। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে স্বাস্থ্যবান ও কর্মঠ করে গড়ে তুলতে পুষ্টিসম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নেই।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST