আগামীকাল থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, রাজশাহী বোর্ডে পরীক্ষার্থী ২ লাখ

প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২০

আগামীকাল থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, রাজশাহী বোর্ডে পরীক্ষার্থী ২ লাখ

ওমর ফারুক, রাজশাহী ব্যুরো : আগামীকাল সোমবার সকাল ১০টা থেকে একযোগে এসএসসি, দাখিল ও সমনানের সমমানের পরীক্ষা শুরু হবে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা চলবে। এ বছর রাজশাহী শিক্ষা বোর্ড থেকে এসএসসিতে পরীক্ষার্থী রয়েছে ২ লাখ ১ হাজার ৮৬ জন। গত বছরের তুলনায় কয়েক হাজার কম পরীক্ষার্থী রয়েছে। আগামীকাল সোমবার সকাল ১০টায় ইংরেজি ১ম পত্রের মাধ্যমে এসএসসি, কুরআন মাজীদের মাধ্যমে দাখিল ও ভোকেশনালে বাংলা বিষয়ের মাধ্যমে পরীক্ষা শুরু হবে। চলে দুপুর ১টা পর্যন্ত। ইতিমধ্যেই সুষ্ঠভাবে পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। রাজশাহী শিক্ষা বোর্ডের পক্ষ থেকে কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় করে নির্দেশনা দেয়া হয়েছে। রাজশাহী বোর্ডের ২ লাখ ১ হাজার ৮৬ জনের মধ্যে ১ লাখ ৪ হাজার ৪’শত ২৩ জন এবং ছাত্রী ৯৬ হাজার ৬’শত ৬৩ জন। যেকোন ধরণের অপ্রিতীকর ঘটনা এড়াতে কেন্দ্রগুলোতে পুলিশ ফোর্সের পাশাপাশি আনসার সদস্যরাও দায়িত্ব পালন করবেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest