ঘোড়াঘাটে প্রথম বারের মত সিসি টিভির আওতায় এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২০

ঘোড়াঘাটে প্রথম বারের মত সিসি টিভির আওতায় এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

লোটাস আহম্মেদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :- দিনাজপুরের ঘোড়াঘাটে প্রথম বারের মত এসএসসি ও সমমানের পরীক্ষা সিসিটিভি ক্যামরোর আওতায় অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৩ ফেব্রুয়ারী) সারা দেশের ন্যায় ঘোড়ঘাট উপজেলায় ৩টি এসএসসি, ১টি দাখিল ও ১টি ভোকেশনাল কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে এবার পরীক্ষা নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত করতে উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানমের নির্দেশনায় উপজেলার সর্ব বৃহত কেন্দ্র রানীগঞ্জ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। ফলে অন্যান্য বারের তুলনায় এবারের পরীক্ষা অত্যান্ত সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সাত্তার সরকার জানান, এ বছর ঘোড়াঘাট উপজেলার ৫টি পরীক্ষা কেন্দ্রে মোট ২২২৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেছে। তার মধ্যে রানীগঞ্জ স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৭০০ জন, ঘোড়াঘাট কে.সি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ২৮০ জন, ওসমানপুর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬৫৫ জন, রামেশ্বরপুর ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৩৮০ জন এবং এসএসসি ভোকেশনাল কেন্দ্র নুরজাহানপুর অবঃ সাময়িক কলোনী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২১৩ জন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest