করোনাভাইরাস এর গুজব বরিশালে চীন ফেরত ছাত্রকে নিয়ে

প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২০

করোনাভাইরাস এর গুজব বরিশালে চীন ফেরত ছাত্রকে নিয়ে

শফিউর রহমান কামাল বরিশাল ব্যুরো ঃ চীন থেকে নিজ বাড়িতে ফিরে চিকিৎসকের পরামর্শে ১৪দিন বিশ্রামের জন্য আলাদাভাবে থাকায় এলাকাবাসির মধ্যে করোনাভাইরাসের গুজব ছড়িয়ে পরেছে। রবিবার রাতে বিষয়টি সর্বত্র ছড়িয়ে পরলে থানা পুলিশের হস্তক্ষেপে বিষয়টি গুজব বলে প্রমানিত হয়েছে। বরিশালের গৌরনদী উপজেলার বানীয়াশুরী গ্রামের বাদামতলা এলাকার ঘটনা। চীন ফেরত মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ছাত্র হেলাল সিকদার (২৬) উক্ত গ্রামের জালাল সিকদারের পুত্র। গত একবছর পূর্বে তিনি চীনে ডাক্তারি পড়ার জন্য গিয়েছিলেন। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, রবিবার ভোরে হেলাল সিকদার চীন থেকে নিজ বাড়িতে ফিরে আসেন। পরবর্তীতে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে পরিবারের সকল সদস্যদের থেকে ব্যাক্তিগতভাবে ১৪দিন আলাদা থাকার ব্যবস্থা করেন। একপর্যায়ে তার বাবা, মা, বোনসহ অন্যান্য সদস্যরা বাড়ি থেকে অন্যত্র চলে যায়। বিষয়টি রবিবার সন্ধ্যার পরে এলাকায় জানাজানি হলে করোনাভাইরাসের গুজব ছড়িয়ে পরে। একপর্যায়ে হেলাল সিকদারের মা তার ছেলের ঘরে প্রবেশ করেন। রবিবার রাতের দিকে হেলাল সিকদার সাংবাদিকদের জানান, তার করোনাভাইরাস নেই। যেহেতু তিনি চীন থেকে এসেছেন তাই চিকিৎসকদের পরামর্শে বিশ্রাম নেওয়ার জন্য তিনি তার পরিবারের সদস্যদের অন্যত্র সরিয়ে দিয়েছেন। তিনি আরও জানান, চীন থেকে নিজ খরচে ফেরার পথে চারটি স্থানে তার স্বাস্থ্য পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষা নিরিক্ষা ও স্ক্যান করা হয়েছে। এছাড়াও তাকে কোয়ারেন্টাইন ব্যবস্থায় স্বাস্থ্য পরীক্ষার জন্য ১৪ দিন রাখা হয়েছিলো। এতে তার শরীরে করোনাভাইরাসের কোন আলামত পাওয়া যায়নি। বাংলাদেশে পৌঁছার পরেও তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এতেও তার শরীরে কোন করোনাভাইরাসের লক্ষন পাওয়া যায়নি। তার পরেও তাকে বিষশজ্ঞ চিকিৎসকেরা বিশ্রামের জন্য ১৪দিন পরিবারের সদস্যদের থেকে আলাদা থাকতে বলা হয়েছে। এ ব্যাপারে গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার বলেন, বিষয়টি রবিবার রাতে শোনার পরেই চিকিৎসকদের সাথে আলোচনা করে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। তারা চীন ফেরত ওই ছাত্রের সাথে কথা বলে ও তার স্বাস্থ্য পরীক্ষার সকল কাগজপত্র এনে চিকিৎসকদের দেখিয়ে নিশ্চিত হয়েছেন হেলাল সিকদারের শরীরের করোনাভাইরাসের কোন আলামত নেই।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest