ঢাকা ১৯ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২০
মোঃ হাসিম উদ্দিন আঞ্চলিক প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষার ১ম দিনে ৩৪ জন শিক্ষার্থী অনুপস্থিত হয়েছে। সোমবার সারা দেশের ন্যায় নবাবগঞ্জ উপজেলায় ৫টি এসএসসি, ১টি দাখিল ও ১টি ভোকেশনাল কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোফাজ্জল হোসেন জানান- এ বছর উপজেলার ৭টি পরীক্ষা কেন্দ্রে মোট ৩০৭৭জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেছে। তার মধ্যে এসএসসি ২২৮৯ জন, ভোকেশনাল ১৮৯ জন ও দাখিল পরীক্ষায় ৫৯৯ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে। ১ম দিনে এসএসসিতে ১০ জন, ভোকেশনালে ৫জন ও দাখিল পরীক্ষায় ১৯জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। তিনি জানান- পরীক্ষা নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত করতে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহারের নির্দেশনায় উপজেলার নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সিসিটিভি ক্যামেরার আওতায় পরীক্ষা গ্রহন হয়েছে। ফলে অন্যান্য বারের তুলনায় এবারের পরীক্ষা অত্যান্ত সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST