দক্ষিণ সুনামগঞ্জে আশ্রয়ন প্রকল্প ও ক্লিনিক পরিদর্শনে বিভাগীয় কমিশনার

প্রকাশিত: ১০:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২০

দক্ষিণ সুনামগঞ্জে আশ্রয়ন প্রকল্প ও ক্লিনিক পরিদর্শনে বিভাগীয় কমিশনার
শামসুল কাদির মিছবাহ, সুনামগঞ্জ: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের কাজ ও কমিনউনিটি ক্লিনিক পরিদর্শন করেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান। মঙ্গলবার দুপুরে জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দামোধরতপীর আশ্রয়ণ প্রকল্পের কাজ পরিদর্শন করেন তিনি। এছাড়াও আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন শেষে উপজেলার পশ্চিম পাগলা ইউপির ইনাতনগর কমিউনিটি ক্লিনিক ও পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে দ্রুত গতিতে বাঁধের কাজ সম্পন্নকরণ ও কমিউনিটি ক্লিনিকের সেবা জনগণের দোরগোড়ায় পৌছাতে জোর তাগিদ দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক রাশেদুল ইসলাম চৌধুরী, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার জেবুন্নাহার শাম্মী, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সৈয়দা শামসাদ বেগম, সহকারী কমিশনার পলাশ মন্ডল, দক্ষিণ সুনামগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জসিম উদ্দিন,পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান নুরুল হক,পুর্ব পাগলা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন পশ্চিম পাগলা ইউপির ১ নং ওয়ার্ড সদস্য আলী আহমদ প্রমুখ।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest