ঢাকা ২৩ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২০
আলোকিত সময় ডেস্ক ঃ ভারত উপমহাদেশের মধ্যে হিন্দু সম্প্রদয়ের ৫১ পিঠস্থানের এক পিঠস্থান পড়েছে বাংলাদেশের বগুড়া জেলার ইতিহাসখ্যাত শেরপুর উপজেলার ভবানীপুরে। ৮ম দশকে স্থাপিত হবার পর ১৮৮০ খৃস্টাব্দে এক ভয়াবহ ঘুর্নি ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় এই মন্দীর। পরে মন্দীর কমিটির তত্বাবধানে মন্দীরের কিছু অংশ পুনরায় সংস্কার করা হলেও এখনও কালের সাক্ষি হয়ে আছে আরেকটি বিদ্ধস্তরত বিল্ডিং। অর্থের অভাবে আজও সংস্কার করতে পারেনি বিল্ডিংটি। খাদ্যমন্ত্রীর আগমন উপলক্ষে বিদ্ধস্তরত বিল্ডিংটি সংস্কারের দাবি করেন এই জণপদের অধীবাসি। সাম্প্রতিক কাল থেকে এই মা ভবানী মন্দীরে দেশ ও দেশের বাইরে থেকে হাজার হাজার দর্শনার্থী এই মন্দীরে আসেন। বছরে দুটি উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠান হয়, একটি মাঘ মাসের পুর্নীমার দিন একদিনের, অপরটি চৈত্র মাসের শেষে রামনবমী তিন দিনের মেলা। এই উৎসবকে ঘিরে এই জনপদের হিন্দু মুসলিম সবাই ভাগাভাগি করে নেয় এই উৎসব।এই ভবানীপুরে একটি পরযটন কেন্দ্রস্থাপন করা এখন সময়ের দাবি।প্রতিবছরের ন্যায় আগামী রবিবারে পালিত হচ্ছে মাঘি পুর্নীমা মেলা। আর এই মেলায় এবার চমক লাগাতে আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী শাধন চন্দ্র মজুমদার। এর আগে ৯০ দশকে এই মন্দীরে আরেক মন্ত্রী এসেছিলেন গয়েস্বর রায়। খাদ্যমন্ত্রীর আগমন সফল করার জন্য গোয়েন্দা বিভাগে ব্যপক তত্বপর চলছে।এর পাশাপাশি গতকাল বৃৃৃহস্পতিবার মন্দীর এলাকা পরিদর্শন করেছেন শেরপুর থানার অফিসার্স ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর। এসময় আরও উপস্তিত ছিলেন ভবানীপুর ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আবুল কালাম আজাদ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST